Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন

সাম্প্রতিক  উল্লেখযোগ্য কর্মকান্ডঃ
ক. প্রিন্ট মিডিয়া কার্যক্রম:
১. ২০১৭ এবং২০১৮ সালের কৃষি ডাইরি যথাসম্ভব নির্ভুলভাবে ও সময়মত প্রকাশে সহায়তা ও বিতরণ;
২. কৃষি বিষয়ক সমসমায়িক গুরুত্বপূর্ণ বিষয়াদি (প্রাকৃতিক দুর্যোগ, ফলন বিষয়ক প্রযুক্তি ইত্যাদি) জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ;
৩. কৃষিকথা প্রায় ১৬০০০কপি (প্রায়) ও সম্প্রসারণ বার্তা প্রায় ১০০০ হাজার কপি  বছরব্যাপী সময়মত  বিতরণ করা হয়েছে।
৪.  কৃষি বিষয়ক প্রায় ১২০০০ কপি লিফলেট, পোস্টার, বুকলেট ইত্যাদি প্রকাশ ও বিতরণ।

খ. ইলেকট্রনিক মিডিয়া কার্যক্রম:
১. জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কৃষি সংক্রান্ত দিবস (ফলদ বৃক্ষরোপণ পক্ষ, বিশ্ব খাদ্য দিবস ইত্যাদি) উপলক্ষে টকশো ধারণ ও মিডিয়াতে সম্প্রচার করা;
২. বাংলাদেশ টেলিভিশনে কৃষি বিষয়ক “মাটি ও মানুষ” এবং প্রতিদিন সকাল ৭.২৫ মিনিটে প্রচারিত “বাংলার কৃষি” অনুষ্ঠান নির্মাণে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করে আসছে।
৩. কৃষি বিষয়ক প্রযুক্তি নির্ভর বিভিন্ন ডক্যুমেন্টারি  নির্মাণ ও প্রদর্শন;
৪. বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রে কৃষি বিষয়ক অনুষ্ঠান সম্প্রচারে সহযোগিতা প্রদান;

গ. আইসিটি কার্যক্রম:
১. কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট (www.ais.gov.bd) হালনাগাদকরণে তথ্য প্রদান;
২. ৪৯ টি এআইসিসি স্থাপিত হয়েছে;
৪. বিভিন্ন ধরনের তথ্যের চাহিদা পূরণের জন্য ১টি আইসিটি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে।

৫. ফেসবুকের (ais rajshahi rajshahi)মাধ্যমে কৃষি তথ্য প্রদান।